উত্তরপ্রদেশের হস্তিনাপুরের কংগ্রেস প্রার্থী অর্চনা গৌতম। অর্চনা গৌতম গতবছরই কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এশিয়ানেটের মুখোমুখি কংগ্রেস প্রার্থী অর্চনা গৌতম। কংগ্রেসে তাঁর কীভাবে আসা সে কথাও জানালেন তিনি।
ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। উত্তরপ্রদেশে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য ১২৫ জনের প্রথম প্রার্থী-তালিকা প্রকাশ করেছে কংগ্রেস, তাতে জায়গা পেয়েছেন ৫০ জন মহিলা। উত্তরপ্রদেশের হস্তিনাপুরের কংগ্রেস প্রার্থী অভিনেত্রী তথা মডেল অর্চনা গৌতম। অর্চনা গৌতম গতবছরই কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এশিয়ানেটের মুখোমুখি কংগ্রেস প্রার্থী অর্চনা গৌতম। কংগ্রেসে তাঁর কীভাবে আসা সে কথাও জানালেন তিনি। বোল্ড লুক নিয়ে এখন রীতিমত চর্চায় রয়েছেন তিনি। হস্তিনাপুরেই জন্ম অর্চনা গৌতম-এর। মীরাটের হস্তিনাপুরের মতো ছোট শহর থেকে যিনি নিজের পরিশ্রম আর দক্ষতায় তামিল, তেলেগু, মালয়ালম এমনকী বলিউডেও পৌঁছে গিয়েছেন। কতটা পরিশ্রম করে তিনি এই জায়গায় পৌঁছিয়েছেন সেই কথাও জানালেন অর্চনা। মানুষের সেবা করার উদ্দেশ্যেই ভোট দাঁড়াচ্ছেন তিনি। এশিয়ানেটের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন অর্চনা।