উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে তাকিয়ে এখন দেশ। ফেব্রুয়ারি মাসেই রয়েছে উত্তরপ্রদেশে নির্বাচন। কাকে চাইছে উত্তরপ্রদেশের মানুষ। সবাই চাইছেন বিকাশের সরকার। যোগী, মায়াবতী না অখিলেশ, কার পাল্লা ভারী।
উত্তরপ্রদেশে বেজে গিয়েছে ভোটের দামামা। উত্তরপ্রদেশে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। জোর কদমে চলছে এখন সেখানে প্রস্তুতি। আগামী মাসেই রয়েছে সেখানে ভোট। মোট ৭ দফায় ভোট রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা দেশ। ফেব্রুয়ারি মাসেই রয়েছে উত্তরপ্রদেশে নির্বাচন। কাকে চাইছে উত্তরপ্রদেশের মানুষ, তা জানতেই জনতার কাছে পৌঁছিয়ে গিয়েছিল এশিয়ানেট। সেখানে অধিকাংশ মানুষের মুখেই শোনা গেল সবাই চাইছেন বিকাশের সরকার। কেউ কেউ আবার যোগীকেই চান বলে সাফ জানিয়েদিলেন। অনেকে আবার বললেন এখনও কোনও উন্নয়নই হয়নি সেখানে উন্নয়ন যে আনবে তাঁকেই চাইছেন তাঁরা। তবে যোগী, মায়াবতী না অখিলেশ, কার পাল্লা ভারী, মানুষের কথায় এশিয়ানেটের ক্যামেরায় ধরা পড়ল কার পাল্লা বেশি ভারী উত্তরপ্রদেশে। অন্যদিকে শবিবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ১০৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কংগ্রেস অবশ্য আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কংগ্রেস মোট ১২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।