উত্তরকাশী তুষারধসে বেঁচে ফিরেছেন রোহিত ভাট, জানালেন কীভাবে তুষারধসের কবলে পড়েছিলেন তাঁরা , ভাবার জন্য ১০ সেকেন্ড থাকলে অনেককে বাঁচাতে পারতাম বলে আক্ষেপ করেন রোহিত ভাট
উত্তরকাশী তুষারধসে এই পর্যন্ত মৃত ১৬. খারাপ আবহাওয়া থাকায় বন্ধ করে দেওয়া হয় নিখোঁজদের সন্ধানকাজ | উত্তরকাশী তুষারধসে বেঁচে ফিরেছেন রোহিত ভাট | মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন রোহিত ভাট | জানালেন কীভাবে তুষারধসের কবলে পড়েছিলেন তাঁরা |
উত্তরকাশীর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোহিতের সঙ্গে কথা বলে এশিয়ানেট নিউজ। তিনি জানান কীভাবে ওই তুষার দৈত্যের হাত থেকে কোনও রকমে বেঁচে ফিরেছেন তিনি। উত্তরাখন্ডের বাসিন্দা রোহিত নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এ অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্সের পাঠরত প্রশিক্ষণার্থীদের মধ্যে একজন। তিনি বলেন "মঙ্গলবার ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে যাত্রা শুরু করি। আমরা ৩৪ জন প্রশিক্ষণার্থী এবং সাতজন প্রশিক্ষক ছিলাম। আমরা যখন ৫৫০০ মিটারে পৌঁছেছিলাম তখন তুষারপাত আমাদের ধাক্কা দেয়। যা চূড়ান্ত গন্তব্য থেকে মাত্র ১০০-১৫০ মিটার দূরে ছিল। ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা। তুষারপাত এতটাই প্রবল ছিল যে আমরা কিছু ভাবার সময়ও পাইনি। কিছুক্ষণের মধ্যেই তুষারপাতের কারণে সবকিছু সাদা হয়ে যায়। আমাদের অনেক সহশিক্ষার্থী এবং প্রশিক্ষক ধ্বংসস্তূপে আটকা পড়েছিলেন"।