নাচতে পছন্দ করেন অনেকেই। এবার তেমনই এই নাচের ভিডিও ভাইরাল। এখন অবশ্য নাচ করছে দুই ডাক্তারি পড়ুয়া। ক্লাসের ফাঁকে তুমুল নাচ করতে দেখা গেল তাঁদের। নাচে মত্ত দুই ডাক্তারি পড়ুয়া। পরণে ডাক্তারির পোশাকও রয়েছে তাঁদের। গানের তালে অসাধারণ নাচ করছেন জুটিতে। তাঁদের নাচ দেখে বেশ বোঝা যায় তাঁদের দুজনেরই নাচ বেশ দক্ষতা রয়েছে। তাঁদের নাচের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।