আনিস খান-এর খুনিদের শাস্তির দাবিতে এসএফআই-এর মিছিল

আনিস খান-এর খুনিদের শাস্তির দাবিতে এসএফআই-এর মিছিল। তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সিট, দাবি বিক্ষোভকারীদের। কলেজস্ট্রিট থেকে মৌলালী পর্যন্ত চলে এই মিছিল। দোষীরা ধরা না পড়া পর্যন্ত চলবে প্রতিবাদ, জানালেন বিক্ষোভকারীরা।

আনিস খান-এর খুনিদের শাস্তির দাবিতে এসএফআই-এর মিছিল। তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সিট, দাবি বিক্ষোভকারীদের। কলেজস্ট্রিট থেকে মৌলালী পর্যন্ত চলে এই মিছিল। দোষীরা ধরা না পড়া পর্যন্ত চলবে প্রতিবাদ, জানালেন বিক্ষোভকারীরা। শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, আনিস খান খুনরে ঘটনা ক্রমশ নতুন মোড় নিচ্ছে। কে বা কারা তাঁকে খুন করেছে তা এখনও জানা যয়নি। অথচ সিট গঠন করে আনিস খানের হত্যাকারীদের ১৫ দিনের মধ্যে সামনে আনার কথা ছিল। যা এখনও সম্ভব হয়নি। এই নিয়ে বিক্ষোভকারীরা এদিন বলেন, সরকার ফেল করেছে। তাই তাঁরা এই প্রতিবাদ চালিয়ে যাবে। অন্যদিকে, আনিস খানের দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি জানিয়েছেন অনেকেই। সেই প্রসঙ্গও তুলে আনতে শোনা যায় বিক্ষোভকারীদের। তবে তাঁরা এটাও জানান মানুষের অসুবিধা করে তাঁরা এই প্রতিবাদ করবেন না। মানুষের কথা এবং মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন বলে সাফ জানিয়েদেন। 

13:11'Sheikh Hasina বাংলাদেশে প্রধানমন্ত্রী রুপেই ফিরছেন' মার্কিন আওয়ামী লীগ নেতার দাবি05:18Suvendu on Mamata : 'পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান মমতা' বিস্ফোরক শুভেন্দু03:22Humayun Kabir : 'ঠুসে দেব' শুভেন্দুকে পাল্টা মারের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের03:39Suvendu Adhikari : 'ওদের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব' বিস্ফোরক শুভেন্দু05:31Suvendu Adhikari : 'শুক্রবার বিশেষ দিন, দোল উৎসব তাড়াতাড়ি শেষ করতে হবে' কে বলেছেন! ফাঁস করলেন শুভেন্দু03:13Madan Mitra: "এবার রোহিতের জায়গায় সৌগতকে নামাতে হবে", চরম কটাক্ষ মদন মিত্রের08:26পারদ চড়ছে যাদবপুরকাণ্ডে, নাগরিক মিছিলে উঠল শিক্ষামন্ত্রীর পদত্যাগের ডাক04:49Haltu Update : কলকাতার হালতুর দম্পতির মৃত্যুরহস্য, চাঞ্চল্যকর তথ্য! গ্রেফতার মামা-মামি03:06"রোহিত দলে থাকারই যোগ্য নয় আবার ক্যাপ্টেন" বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের04:09"আমার সঙ্গে আমার ছেলের কোন সম্পর্ক নেই", মন্তব্য যাদবপুরে আহত বাম ছাত্রের তৃণমূলী বাবার