অনুপম হত্যায় অবশেষে দোশী সাব্যস্ত হল মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত। রায় দিল বারাসতের ফার্স্ট ট্র্যাক কোর্ট। আজ ১১.৪০ মিনিট নাগাদ একাধিক অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তদের।
অনুপম হত্যায় অবশেষে দোশী সাব্যস্ত হল মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত। রায় দিল বারাসতের ফার্স্ট ট্র্যাক কোর্ট। আজ ১১.৪০ মিনিট নাগাদ একাধিক অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তদের। অনুপম সিংহকে ২ মে ২০১৭ সালে খুন করে তাঁরই স্ত্রী মনুয়া ও তার প্রেমিক অজিত। পরকীয়া প্রেমের জন্য তাকে কুপিয়ে খুন করা হয়। আগামীকাল বারাসত ফার্স্ট ট্র্যাক কোর্ট সাজা ঘোষণা করবে। অনুপমের পরিবার মনুয়া ও অজিতের জন্য কঠোর শাস্তি দাবি করেছে।