
‘ভাইপো যাবে জেলে, মমতা বসবেন বাটি হাতে!’ হলদিয়ায় গর্জে উঠলেন শুভেন্দু
Suvendu Adhikari: হলদিয়ায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরিবর্তন সংকল্প সভা। মঞ্চে দাঁড়িয়ে মমতাকে (Mamata Banerjee) সরাসরি আক্রমণ শুভেন্দুর। ‘দেশের ৪টি স্তম্ভকে ভেঙে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়’ । ‘ভাইপো যাবে জেলে আর মমতাকে বাটি হাতে কালীঘাটে বসাব’ ।