কলকাতার একাধিক জায়গায় পালিত হল মহানায়কের জন্মবার্ষিকী। মহানায়কের ৯৬ তম জন্মবার্ষিকী পালিত হল টালিগঞ্জে। সেখানে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করেন দেবাশীষ কুমার। পিসি সরকার জুনিয়র, রত্না ঘোষাল সহ বিশিষ্ট শিল্পীরাও সেখানে উপস্থিত ছিলেন। রত্না ঘোষাল উত্তম কুমারের সঙ্গে তাঁর পুরনো স্মৃতির কথা তুলে ধরে জানালেন 'ওনার মত মানুষ হয় না। সেই সব পুরনো দিন যদি আবার ফিরে পেতাম।' পুরনো সব কথা তুলে ধরে আজও তাঁর মনে মহানায়ক কোন জায়গায় রয়েছেন সেই কথাই জানালেন রত্না ঘোষাল।
কলকাতার একাধিক জায়গায় পালিত হল মহানায়কের জন্মবার্ষিকী। মহানায়কের ৯৬ তম জন্মবার্ষিকী পালিত হল টালিগঞ্জে। সেখানে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করেন দেবাশীষ কুমার। পিসি সরকার জুনিয়র, রত্না ঘোষাল সহ বিশিষ্ট শিল্পীরাও সেখানে উপস্থিত ছিলেন। রত্না ঘোষাল উত্তম কুমারের সঙ্গে তাঁর পুরনো স্মৃতির কথা তুলে ধরে জানালেন 'ওনার মত মানুষ হয় না। সেই সব পুরনো দিন যদি আবার ফিরে পেতাম।' পুরনো সব কথা তুলে ধরে আজও তাঁর মনে মহানায়ক কোন জায়গায় রয়েছেন সেই কথাই জানালেন রত্না ঘোষাল।