সোমবার সিবিআই -এর হাতে গ্রেফতার হয় ৪ হেভিওয়েট রাজনীতিবিদ। গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মেয়ার শোভন চট্টোপাধ্যায়ও। এছাড়াও গ্রেফতার হন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের জন্য প্রেসিডেন্সি জেলে ছুটে যান তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান শোভনবাবুর সঙ্গে তাঁকে দেখা করতে না দিলে এখান থেকে তাঁদের লাশ যাবে। শোভনবাবু যে শারীরিকভাবে অসুস্থ সে কথাও তিনি কাঁদতে কাঁদতে জানান।