দলের জন্য মানুষ দল নয়, দলের জন্যই মানুষ। রাজনীতিতে পা রেখেছেন অভিনেতা সবে মাত্র ছয় বছর হয়েছে। ফলেই দেব নিজেই বললেন রাজনীতির জটিলতা তার জন্য নয়। তবে যা হচ্ছে তা ঠিক নয়। মানুষ কোন পথে এগোচ্ছে, এদিন প্রশ্নও তুললেন সাংসদ। নুসরত কী পরবে তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ এটা জানা বসিরহাটের মানুষ নুসরতের কাছ থেকে কতটা পাবে।
কাটমানি নিয়েও অনেক ধরেন কথা উঠছে, তবে সে বিষয় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের অন্যান্য কর্মীরা এই প্রসঙ্গে আরও ভালো বলতে পারবে। কারণ তিনি এখনও রাজনীতির 'আর'ও বোঝেন না। মানুষকে ভালো বেসে শুধুই তাদের জন্য কাজ করেন।