প্রয়াত প্রখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং কৃত্রিম উপায়ে প্রজননের প্রখ্যাত চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছু দিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন বৈদ্যনাথ চক্রবর্তী।
প্রয়াত প্রখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং কৃত্রিম উপায়ে প্রজননের প্রখ্যাত চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছু দিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন বৈদ্যনাথ চক্রবর্তী। ২০২১ সালে তিনি কোভিডে আক্রান্ত হন। তাঁর প্রতিষ্ঠিত আইআরএম অর্থাৎ ইনস্টিউট অব রিপ্রোডাকটিভ মেডিসিনে সুলভে আইভিএফ পদ্ধতিতে বহু মহিলা সাফল্যের সঙ্গে তাঁদের সন্তানের জন্ম দিয়েছেন। স্বাভাবতই চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া গোটা রাজ্যে। প্রখ্যাত গাইনেকোলজিস্ট ও ভারতবর্ষের কৃত্রিম প্রজননবিদ্যার অন্যতম পথপ্রদর্শক বৈদ্যনাথ চক্রবর্তী, সকাল ৯ টা ৪০ মিনিট নাগাদ 'ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল'-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েকদিন আগে বৈদ্যনাথ চক্রবর্তীর সেরিব্রাল অ্যাটাক হয়। শুধু সেরিব্রাল অ্যাটাকই নয়, নিউমোনিয়া সহ একাধিক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ১৭ মার্চ থেকে 'ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল'- এর সিসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। অবশেষে ১৫ এপ্রিল থামল সব লড়াই, হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বৈদ্যনাথ চক্রবর্তী।