উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ১০ তারিখ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী ২-৩ দিন বাড়বে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ১০ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা। ১১ তারিখ শুষ্ক আবহাওয়া থাকবে বঙ্গে।
বঙ্গে পারদ নেমেছে অনেকটাই তবে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বঙ্গে। সেই সঙ্গেই ফের বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী চার দিন উপরের যে পাঁচটি জেলা আছে সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা। ১০ তারিখ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আগামী তিন দিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৯ তারিখে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ১০ তারিখে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ১১ তারিখে বঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণবঙ্গে ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করতে চলেছে তার ফলেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।