রাতভর টানা বৃষ্টি কলকাতায়। তাতেই জলমগ্ন কলকাতার একধিক জায়গা। বুধবার রাত ১০ টা শুরু হয় লাগাতার বৃষ্টি। সকাল ৬ টা পর্যন্ত টানা বৃষ্টি হয় কলকাতার অধিকাংশ জায়গায়। টানা বৃষ্টিতেই জলমগ্ন কলকাতার আলিপুর এলাকাও। ইতিমধ্যেই শুরু হয়েছে জল নিকাশি ব্যবস্থা। খুলে দেওয়া হয়েছে কলকাতার একাধিক লকগেট। জল ঠেলেই চলছে দৈনিক কাজ-কর্ম। বিপর্যস্ত কলকাতার জনজীবণ।