খেলতে নেমে পড়লেন মদন মিত্র। তবে মাঠে নয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। দিদির হয়ে ভবানীপুরে প্রচার শুরু মদন মিত্র- র। লক্ষ্মীবারে জন সাধারণের হাতে গোলাপ দিয়ে চলে তাঁর প্রচার। এদিন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রচারের মাঝেই মদন মিত্র জানান, 'বাংলা নিজের মেয়েকেই চায়'। দলনেত্রীর উপহার দেওয়া পাঞ্জাবি আর শান্তিনিকেতনের ওড়না গায়ে জড়িয়ে প্রচারে নামেন তিনি।
খেলতে নেমে পড়লেন মদন মিত্র। তবে মাঠে নয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। দিদির হয়ে ভবানীপুরে প্রচার শুরু মদন মিত্র- র। লক্ষ্মীবারে জন সাধারণের হাতে গোলাপ দিয়ে চলে তাঁর প্রচার। এদিন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রচারের মাঝেই মদন মিত্র জানান, 'বাংলা নিজের মেয়েকেই চায়'। দলনেত্রীর উপহার দেওয়া পাঞ্জাবি আর শান্তিনিকেতনের ওড়না গায়ে জড়িয়ে প্রচারে নামেন তিনি।