কুমোরটুলির পুজো ব্যস্ততায় তবে এখন নজর কেড়েছে রাম-এর একটি ত্রিশ ফিটের মূর্তি। যার সঙ্গে রয়েছে সীতা ও লক্ষ্মণ-ও। কিন্তু দুর্গাপুজোর মধ্যে এই বিশাল রাম মূর্তি-র বরাত দিল কে? প্রশ্ন করতেই অবাক ধেয়ে এল উত্তর। উত্তরদাতা দাবি করলেন এই মূর্তির বরাত এসেছে প্রদেশ বিজেপি-র কাছ থেকে! রামের সঙ্গে সঙ্গে সীতা ও লক্ষ্মণের মূর্তির উচ্চতাও ত্রিশ ফিট হবে। রাম মূর্তির নির্মাণে ব্যস্ত থাকা মৃৎশিল্পী জানালেন প্রত্যেকটি মূর্তি হবে ফাইবারের। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, কুমোরটুলি-তে রাম-সীতা-লক্ষ্মণ-এর মূর্তির বরাতের কথা তাঁর জানা নেই।