উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বিকাশ ভবন চত্ত্বর। রাজ্যের একাধিক স্কুলের পড়ুয়ারা বিক্ষোভে অংশ নিয়েছে। তাদের একটাই দাবি পাস করিয়ে দিতে হবে। বিক্ষোভের সামনের সারিতে ছিল ছাত্রীরা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বিকাশ ভবন চত্ত্বর। রাজ্যের একাধিক স্কুলের পড়ুয়ারা বিক্ষোভে অংশ নিয়েছে। তাদের একটাই দাবি পাস করিয়ে দিতে হবে। বিক্ষোভের সামনের সারিতে ছিল ছাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আগে থেকে তৈরি ছিল পুলিশ। ব্যারিকেড করে রাখা হয়। কিন্তু বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। পরীক্ষা দিলেই পাশ করিয়ে দিতে হবে- এমনই দাবি ছাত্রীদের। তাদের ন্যায্য নম্বর তারা পায়নি বলেও অভিযোগ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও সহযোগিতা করছে বলে অভিযোগ। ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। অনলাইনে ক্লাসের নাম করে দিনের পর দিন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের।