পুজোর রায় নিয়ে হাই কোর্টের দারস্থ হয়েছিল ফোরাম ফর দুর্গোৎসব। পুজোর মন্ডপে দর্শনার্থীদের ঢোকার আবদন জানিয়ে ছিলেন তারা। বুধবার তাই নিয়েই নতুন রায় শোনাল হাই কোর্ট দর্শকশূন্যই থাকছে এবছরের দুর্গাপুজো মন্ডপ। তবে আগের রায়ের আংশিক পরিবর্তন করা হয়েছে নতুন রায়ে। বড় পুজোয় প্রবেশে ৬০ জন কর্মকর্তার তালিকা তৈরি করতে হবে। তারাই প্রবেশ করবেন মন্ডপের ভেতরে। আগে যে সংখ্যাটা ছিল ২৫ সেটা এবার বেড়ে হল ৬০। তবে এক সঙ্গে ৪৫ জনের বেশি মন্ডপে ঢুকতে পারবে না। ৩০০ বর্গমিটারের কম পুজো মন্ডপের ক্ষেত্রে তালিকা হবে ১৫ জনের। সেক্ষেত্রে একসঙ্গে প্রবেশ করতে পারবেন সর্বোচ্চ ১০ জন। নামের তালিকা প্রতিদিন সকাল ৮ টার মধ্যে মন্ডপের বাইরে টাঙাতে হবে। এছাড়াও অঞ্জলি ও সিঁদুরখেলার অনুমতিও দেয়নি কোর্ট। করোনা রুখতেই এই নির্দেশিকা জানালো হাই কোর্ট। সংক্রমণ আরোও ছড়াতে পারে এই আশংকা থেকে কোর্ট দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা বহালই রাখল।