নির্বাচনের সময় অনেকবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি পরিয়ে জেলে পাঠাবেন। প্রায় সেই রকমই এক দৃশ্য দেখা গেল তৃণমূলের শহিদ দিবস অর্থাৎ ২১ জুলাই-এর মঞ্চে।
এক তৃণমূল কর্মী সভাস্থলে এলেন নরেন্দ্র মোদীর মুখোশ পরে। তাঁর কোমরে বাঁধা ছিল দড়ি। সেই দড়ির আপর প্রান্ত ছিল মমতার বেশে থাকা আরেক তৃণমূল কর্মীর হাতে।
এই তৃণমূল কর্মীদের পরে দেখা গেল পথনাটক করতে। সেখান থেকে জনপ্রিয় প্রচলিত বাংলা গানের সুরে কথা মিলিয়ে গান গাওয়া হল 'টাকা চলে না চলে না'।