পিসি সরকার জুনিয়রের বিরুদ্ধে হওয়া চার্জশিট এর কপি তুলতে এসে বারাসাত আদালত চত্বরে মন্তব্য করলেন ' ঈশ্বরকে বলব আমাকে যা শাস্তি দেওয়ার দাও কিন্তু এই বেঙ্গলে আর জন্ম দিও না কারণ এটা চোরেদের সাম্রাজ্য হয়ে গেছে '
২০১৪ তে বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট প্রচারের সময় একটা মন্তব্য করেন পিসি সরকার জুনিয়র | সেই কারণেই তার বিরুদ্ধে মামলা হয়েছিল | আজ তার বিরুদ্ধে হওয়া চার্জশিট এর কপি তুলতে এসেছিলেন বারাসাত আদালতে | বারাসাত আদালত চত্বরে তিনি বললেন 'ঈশ্বরকে বলব আমাকে যা শাস্তি দেওয়ার দাও কিন্তু এই বেঙ্গলে আর জন্ম দিও না কারণ এটা চোরেদের সাম্রাজ্য হয়ে গেছে' | তিনি বললেন 'যে চোর দুর্নীতিবাজ নেতাদের জেলে ভরা হচ্ছে সেটা এই সরকার করতে পারেনি কিন্তু সরকার করেছে তার জন্য তাকে ধন্যবাদ' | তিনি আরও বলেন ' এই সমাজ গাধা ,আবার ফিরিয়ে আনবে এই গাধা গুলোকে, এই চোরগুলো কে'