নয়-এর দশকের শুরুতে বলিউডে একটি ছবি বেশ হিট হয়েছিল বক্স অফিসে। সেই ছবিটির নাম ছিল 'রাজু বন গ্যায়া জেন্টলম্যান'। সেই ছবির নায়ক ছিলেন শাহরুখ খান এবং তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন জুঁহি চাওলা। অভিনেত্রী হিসাবে জুঁহি তখন ভালোমত প্রতিষ্ঠিত। বরং শাহরুখ খান নবাগত ছিলেন। ছবির বিষয় ছিল দার্জিলিং-থেকে আসা সাধারণ যুবকের মুম্বই-এর বুকে 'বড়া আদমি' হওয়ার স্বপ্ন এবং সেই স্বপ্নকে ঘিরেই গল্পের নাটকীয় সব ওঠা-নামা। লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে এবার বিজেপি যাঁকে প্রার্থী করেছে তাঁর নামও রাজু। এই রাজুর পদবি হল বিস্তা।
রাজু-র সঙ্গে পাহাড়ের একটা যোগসূত্র আছে। কারণ রাজুর স্ত্রী ডুয়ার্সের মেয়ে। এমনকী রাজুর দাবি তাঁর বাাড়িও ছিল এই দার্জিলিং-এ। রুটি-রুজির জন্য তাঁর পরিবারকে অন্যত্র চলে যেতে হয়েছিল। সুতরাং, তিনি এই পাহাড়েরই অংশ। তাঁর রক্তেও আছে গোর্খাদের পরম্পরা। পাহাড়ের সঙ্গে তাঁর এই যোগসূত্র-কেই এবার ভোটে হাতিয়ার করেছেন রাজু। আর সে ভাবেই প্রচার চালিয়ে যাচ্ছেন। যার ছবি ধরা পড়েছে এই ভিডিও-তে।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দার্জিলিং-এ ভোট হবে। গত লোকসভা নির্বাচনে বিজেপি এই আসনে প্রার্থী করেছিল সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে বিপুল ভোটে জয় পেয়েছিল বিজেপি. কিন্তু, সাংসদ আলুওয়ালিয়ার কাজে সন্তুষ্ট নয় পাহাড়ের মানুষ। তাই এবার প্রার্থী বদল করে একটা চমক তৈরির চেষ্টা করেছে বিজেপি।