Tejas Crash : শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন তেজস-কে বাঁচাতে, চোখের জলে শেষ বিদায় শহিদ পাইলটকে

Tejas Crash : দুবাইয়ে এলসিএ তেজস দুর্ঘটনায় প্রাণ হারানো উইং কমান্ডার নমাংশ স্যালের দেহ হিমাচল প্রদেশের কাংড়ার পাতিয়ালকরে পৌঁছেছে। পরিবার ও গ্রামবাসীরা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

Share this Video

Tejas Crash : দুবাইয়ে এলসিএ তেজসের দুর্ঘটনায় প্রাণ হারানো উইং কমান্ডার নমাংশ স্যালের মৃতদেহ শনিবার হিমাচল প্রদেশের কাংড়া জেলার পাতিয়ালকর গ্রামে পৌঁছায়। খবর পাওয়া মাত্রই পরিবার, স্বজন এবং গ্রামবাসীরা গভীর শোকের মধ্যে তাঁর শেষ দর্শনের জন্য হাজির হন। দেশসেবায় তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সম্মান প্রদর্শন করা হয়।

Related Video