
Sundarban News: ফ্রেজারগঞ্জ, মৌসুনি দ্বীপ ও গঙ্গাসাগর উপকূলের আকাশে দেখা গেল রহস্যময় আলো। রাত ১২টা নাগাদ এমন আলো দেখে আতঙ্কিত হয়ে পরে সুন্দরবনবাসী। স্থানীয় বাসিন্দাদের অনুমান, এটি ড্রোনের আলো। এবিষয়ে সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বললেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।