Jhantu Ali Sheikh: তেহট্টের পাথরঘাটার বাড়িতে এসে পৌঁছাল শহীদ ঝন্টু আলী সেখের দেহ। মরদেহ নিয়ে আসার পর গান স্যালুটের মাধ্যমে শহীদ ঝন্টু আলী শেখের শেষ শ্রদ্ধা সম্পন্ন হল। তাঁর দাদা রফিকুল শেখও সেনাবাহিনীতে আছেন। 'ভাইয়ের আত্মবলিদানের বদলা নেব', হুঙ্কার দিলেন ঝন্টু আলী শেখের দাদা রফিকুল শেখ।