বর্তমান সময়ে আমরা সকলেই কমবেশি মোবাইল নির্ভর। ছোট, খাটো সব কাজেই মোবাইল আমাদের নিত্যসঙ্গী। যা ডেকে আনছে আমাদেরই বিপদ। ভবিষ্যত প্রজন্ম হয়ে পড়ছে বিপন্ন। অতিরিক্ত মোবাইল ব্যবহারে রেডিয়েশন বিকিরণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে পাখির দল। ভবিষ্যতের এই বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে চাইছেন বেহালা বুড়ো শিবতলার জনকল্যাণ সংঘের পুজো উদ্যোক্তারা । তাই থিমের নাম দেওয়া হয়েছে 'যন্ত্র না যন্ত্রনা'। অভিনব এই থিম ভাবনায় রয়েছেন শিল্পী রবীন মণ্ডল। যাকে সহযোগিতা করে্ছেন শিল্পী বলরাম ভুঁইয়া। ১৩ বছরে পদার্পণ করল এই পুজো। এশিয়ানেট নিউজ বাংলার হাত ধরেই দেবী মূর্তি সামনে এল দর্শকদের।
বর্তমান সময়ে আমরা সকলেই কমবেশি মোবাইল নির্ভর। ছোট, খাটো সব কাজেই মোবাইল আমাদের নিত্যসঙ্গী। যা ডেকে আনছে আমাদেরই বিপদ। ভবিষ্যত প্রজন্ম হয়ে পড়ছে বিপন্ন। অতিরিক্ত মোবাইল ব্যবহারে রেডিয়েশন বিকিরণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে পাখির দল। ভবিষ্যতের এই বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে চাইছেন বেহালা বুড়ো শিবতলার জনকল্যাণ সংঘের পুজো উদ্যোক্তারা । তাই থিমের নাম দেওয়া হয়েছে 'যন্ত্র না যন্ত্রনা'। অভিনব এই থিম ভাবনায় রয়েছেন শিল্পী রবীন মণ্ডল। যাকে সহযোগিতা করে্ছেন শিল্পী বলরাম ভুঁইয়া। ১৩ বছরে পদার্পণ করল এই পুজো। এশিয়ানেট নিউজ বাংলার হাত ধরেই দেবী মূর্তি সামনে এল দর্শকদের।