দুর্গাপুজো মানেই পাঁচদিনের এক ঢালাও উৎসব। যদিও কলকাতাবাসীর পুজো মহালয়া থেকেই শুরু। এমনই এক মুহূর্তে পুজো নিয়ে আড্ডায় আবির ও মধুমিতা। দুজনেই প্রবল ব্যস্ত, তার মাঝেও দুজনকে পাওয়া গেল। অতিমারির সঙ্কটে খানিকটা সতর্ক আবির। অতিমারির জন্য গত পুজোর আনন্দ মাটি হয়েছে। এবার সতর্কতা অবলম্বল করেই আনন্দ করতে চান আবির। মধুমিতার আবার হাজারো স্মৃতি পুজো-কে ঘিরে। ক্লাস টু-তে প্রথম শাড়ি পরা থেকে পুজো প্রেম। সবকিছু নিয়েই অকপট মধুমিতা সরকার।
দুর্গাপুজো মানেই পাঁচদিনের এক ঢালাও উৎসব। যদিও কলকাতাবাসীর পুজো মহালয়া থেকেই শুরু। এমনই এক মুহূর্তে পুজো নিয়ে আড্ডায় আবির ও মধুমিতা। দুজনেই প্রবল ব্যস্ত, তার মাঝেও দুজনকে পাওয়া গেল। অতিমারির সঙ্কটে খানিকটা সতর্ক আবির। অতিমারির জন্য গত পুজোর আনন্দ মাটি হয়েছে। এবার সতর্কতা অবলম্বল করেই আনন্দ করতে চান আবির। মধুমিতার আবার হাজারো স্মৃতি পুজো-কে ঘিরে। ক্লাস টু-তে প্রথম শাড়ি পরা থেকে পুজো প্রেম। সবকিছু নিয়েই অকপট মধুমিতা সরকার।