স্বামী সংসারের হাল ধরে না ,অভাবের সংসারে ছেলেমেয়েদের মুখে অন্ন তুলে দিতে ও পড়াশোনার খরচ চালাতে লক্ষী বিক্রি করছে আর এক ঘরের লক্ষী পিংকি বাউরী
লক্ষী লাভের আশায় মা লক্ষ্মীর পসরা সাজিয়েছে আর এক লক্ষী | সংসারের হাল ধরতে পিংকি বাউরী নামে ওই মহিলা মা লক্ষ্মী বিক্রি করছে | বাঁকুড়ার মাচান তলায় ১২ মাসই এই মহিলা বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসে | তিনি জানান অভাবের সংসারে ছেলেমেয়েদের মুখে অন্ন তুলে দিতে ও পড়াশোনার খরচ চালানোর জন্য তিনি সারাবছর এখানে পসরা সাজিয়ে বসে | কারণ স্বামী সংসারের হাল ধরে না | ওই মহিলার থেকে লক্ষী কিনতে পেরে স্বভাবতই খুশি ক্রেতারা