এশিয়ানেট শারদ সম্মানের নির্বাচিত পুজোগুলির মধ্যে অন্যতম ঠাকুরপুকুর ক্লাব। এবার তাদের থিম 'উমার কথ কথা '। প্রকৃতি এবং নারীর মধ্যে মিল রয়েছে, দুজনেই একদিকে যেমন শান্ত তেমনি অন্যদিকে অশান্ত হলে প্রলয় নেমে আসে। নারী ও প্রকৃতিকে মিলিয়েই তৈরি হয়েছে মণ্ডপ। এখানকার মণ্ডপ ও দেবী মূর্তি আপনাকে মুগ্ধ করবেই। তাই এবারের পুজোয় আসতেই হবে এই পুজো মণ্ডপে।
এশিয়ানেট শারদ সম্মানের নির্বাচিত পুজোগুলির মধ্যে অন্যতম ঠাকুরপুকুর ক্লাব। এবার তাদের থিম 'উমার কথ কথা '। প্রকৃতি এবং নারীর মধ্যে মিল রয়েছে, দুজনেই একদিকে যেমন শান্ত তেমনি অন্যদিকে অশান্ত হলে প্রলয় নেমে আসে। নারী ও প্রকৃতিকে মিলিয়েই তৈরি হয়েছে মণ্ডপ। এখানকার মণ্ডপ ও দেবী মূর্তি আপনাকে মুগ্ধ করবেই। তাই এবারের পুজোয় আসতেই হবে এই পুজো মণ্ডপে।