দক্ষিণ কলকাতার নাম করা পুজো হাজরা পার্ক। প্রতিবছরের মতন এবছরও হাজরা পার্ক বাকি পুজো কমিটিকে টেক্কা দিয়েছে থিমের প্যান্ডেলে। এবছর হাজরা পার্কের থিম ছিল পাসওয়ার্ড। মানুষের জীবন চালাতে তন্ত্র মন্ত্র নাকি যন্ত্র কোনটা সঠিক পাসওয়ার্ড। কোন জিনিসের কি উপকার সেটাই তুলে ধরতে দেখা গিয়েছে হাজরা পার্ককে। আর সেই নিরিখেই এবছর হাজরা পার্ককে তুলে দেওয়া হল এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯।
দক্ষিণ কলকাতার নাম করা পুজো হাজরা পার্ক। প্রতিবছরের মতন এবছরও হাজরা পার্ক বাকি পুজো কমিটিকে টেক্কা দিয়েছে থিমের প্যান্ডেলে। এবছর হাজরা পার্কের থিম ছিল পাসওয়ার্ড। মানুষের জীবন চালাতে তন্ত্র মন্ত্র নাকি যন্ত্র কোনটা সঠিক পাসওয়ার্ড। কোন জিনিসের কি উপকার সেটাই তুলে ধরতে দেখা গিয়েছে হাজরা পার্ককে। আর সেই নিরিখেই এবছর হাজরা পার্ককে তুলে দেওয়া হল এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯।