কুকুরকে খাওয়ানো নিয়ে হাতাহাতি, হাসপাতালে চিকিৎসাধীন কুকুরপ্রেমী

  • রাস্তার কুকুরকে খাওয়া নিয়ে ঝামেলা দুই প্রতিবেশীর মধ্যে
  • শিক্ষা দিতে বেধড়ক মার কুকুরপ্রেমী যুবতী-কে 
  • এমনকি বাড়িতেও ভাঙচুড় চালয় সেই প্রতিবেশী
  • ইতিমধ্যেই অভিযোগ দায়ের লিলুয়া থানায় 

 লিলুয়া থানার অন্তর্গত সূর্য নগর -এর বাসিন্দা কল্পনা বর্ধন প্রত্যেকদিন এলাকার কুকুরদের দিনের বেলা এবং রাতের বেলা খাবার খাওয়ান। ১০ বছর ধরে ওই গৃহবধূ তার স্বামী এবং মেয়ে দিয়া বর্ধন (১৯) খাওয়ান। এই নিয়েই এলাকার বেশ কিছু প্রতিবেশীর সঙ্গে তাদের মাঝে মধ্যেই ঝাামেলা লাগে। রবিবার রাত একটা নাগাদ কল্পনা দেবীর প্রতিবেশী রাজা চন্দ্র হঠাৎ কল্পনা দেবীর বাড়িতে চড়াও হযন। তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ -এর পাশাপাশি বাড়িতেও ভাঙচুর করে বলে অভিযোগ। সেই সময় তার মেয়ে দিয়া বর্ধন প্রতিবাদ করলে রাজা তাঁকে মারতে শুরু করে বলে অভিযোগ। তার আঘাত লাগে মাথায়, ঘাড়ে এবং পিঠে। পরে মাথার যন্ত্রনা ক্রমশ বাড়তে থাকলে তাকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন। এই ঘটনার পর লিলুয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন কল্পনা ও তাঁর পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

02:07‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ শুভেন্দুর তীব্র হুঙ্কার02:28নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!03:13Suvendu Adhikari : সেদিন আমি ওদের বুকের উপর দাঁড়িয়ে আরতি করে এসেছি': শুভেন্দু03:16মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন04:28Canning News : সত্যিই একটা জিনিস বটে! সোনার গহনা চুরি করে লুকিয়ে রেখেছিল পুকুরপাড়ে! গ্রেপ্তার তরুণী পরিচারিকা05:02Gosaba News : শুরু জোর তল্লাশি, বাংলাদেশ থেকে গোসাবা! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু