লিলুয়া থানার অন্তর্গত সূর্য নগর -এর বাসিন্দা কল্পনা বর্ধন প্রত্যেকদিন এলাকার কুকুরদের দিনের বেলা এবং রাতের বেলা খাবার খাওয়ান। ১০ বছর ধরে ওই গৃহবধূ তার স্বামী এবং মেয়ে দিয়া বর্ধন (১৯) খাওয়ান। এই নিয়েই এলাকার বেশ কিছু প্রতিবেশীর সঙ্গে তাদের মাঝে মধ্যেই ঝাামেলা লাগে। রবিবার রাত একটা নাগাদ কল্পনা দেবীর প্রতিবেশী রাজা চন্দ্র হঠাৎ কল্পনা দেবীর বাড়িতে চড়াও হযন। তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ -এর পাশাপাশি বাড়িতেও ভাঙচুর করে বলে অভিযোগ। সেই সময় তার মেয়ে দিয়া বর্ধন প্রতিবাদ করলে রাজা তাঁকে মারতে শুরু করে বলে অভিযোগ। তার আঘাত লাগে মাথায়, ঘাড়ে এবং পিঠে। পরে মাথার যন্ত্রনা ক্রমশ বাড়তে থাকলে তাকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন। এই ঘটনার পর লিলুয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন কল্পনা ও তাঁর পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।