
শীতে স্পা-এর ভিতরে চলছিল ওইসব! পুলিশি অভিযানে উদ্ধার এক 'নিখোঁজ' নাবালিকা, দেখুন
Barasat : স্পা-এর আড়ালে দেহব্যবসা? বারাসাতে পুলিশি অভিযানে আটক ১৬! অশোকনগরের নিখোঁজ নাবালিকাকে জেরা করেই মিলল চাঞ্চল্যকর তথ্য। ফরচুন টাউনশিপের ওই ম্যাসাজ পার্লারে আসলে কী হত? দেখুন ভিডিও।
Barasat : বারাসাতে স্পা-এর আড়ালে মধুচক্রের আসর? নাবালিকা উদ্ধারের তদন্তে মালিক-সহ আটক ১৬
নিজস্ব সংবাদদাতা, বারাসাত: অশোকনগরের এক নিখোঁজ নাবালিকাকে উদ্ধারের সূত্র ধরে বড়সড় সাফল্য পেল পুলিশ। ম্যাসাজ পার্লারের আড়ালে অবৈধ দেহব্যবসা চালানোর অভিযোগে বারাসাতের এক অভিজাত আবাসন থেকে মালিক-সহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় এক নাবালিকার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের সময় নাবালিকা পুলিশকে জানায়, সে বারাসাতের কাজীপাড়া এলাকার ‘ফরচুন টাউনশিপ’-এর একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত।
এই তথ্যের ভিত্তিতেই গতকাল রাতে ওই পার্লারে হানা দেয় অশোকনগর থানার পুলিশ। অভিযানের সময় পার্লারের ভিতর থেকে মালিক, ১১ জন মহিলা এবং ৪ জন পুরুষকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, স্পা বা ম্যাসাজ পার্লারের আড়ালে এখানে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানো হচ্ছিল। ধৃত মহিলারা বিরাটি, নিউ ব্যারাকপুর, হাবরা ও অশোকনগর-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।