মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছেন, কাটমানি নিয়ে তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তার পরেও অবশ্য কাটমানি বিক্ষোভ থামার নাম নেই রাজ্যে। এ বার বাঁকুড়ায় কাটমানি ফেরানোর দাবি বিক্ষোভের মুখে পড়লেন এক তৃণমূল নেতা। এ দিন সকালে বাঁকুড়ার ২ নম্বর ব্লকের কেশিয়াকোল এলাকায় স্থানীয় তৃণমূল নেতা অরুণ গড়াইকে এলাকায় আটকে কাট মানি ফেরতের দাবি নিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
এলাকার মানুষের অভিযোগ, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কাট মানি নেন ওই নেতা। অভিযোগ, সরকারি বাড়ি তৈরি করে দেওয়ার প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিমনে উপভোক্তাদের কাছ মোটা টাকা আদায় করেছেন অরুণবাবু। সেই টাকা ফেরতের দাবিতেই বিক্ষোভ দেখান এলাকাবাসী। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলেই দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।