
'৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে, এবার ভালো করে জিতিয়ে দেব' হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : ধুবুলিয়ার সভা থেকে শাসক দলকে কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ভোটার লিস্টে বড়সড় বদল, দুর্নীতির অভিযোগ আর পালটা প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে বিরোধী দলনেতার বিস্ফোরক মন্তব্যগুলো জানুন এই প্রতিবেদনে।
Suvendu Adhikari : 'এবার ভাল করে জিতিয়ে দেব তোমায়!' '৫৮ লক্ষ বাতিল, আর পার্থক্য নেই'। 'ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে লড়বো না'। '১৪ ফেব্রুয়ারি লাঞ্চ হবে, বুঝতে পারবে'। 'মোদীজি দিচ্ছে আর এরা লুট করছে'। 'তৃণমূল নেতাদের আঙুল ফুলে কলাগাছ হয়েছে'। 'আমায় আক্রমণ করলে থানাগুলো প্রস্তুত থাকবে'। 'যেখানেই আক্রান্ত হব, থানায় রাত্রিযাপন করব'। ধুবুলিয়ায় মন্তব্য শুভেন্দু অধিকারীর