তৃণমূল ছেড়ে এখন বিজেপির দিকে ঝোঁক অধিকাংশরই। এবার ঘটল ঠিক তার বিপরীত ঘটনা। বিজেপির হাত ছাড়া হল জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েত। এতদিন এই পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। সেখানে ৯টি আসন ছিল বিজেপির দখলে। তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ৭ টি। শুক্রবার সেখান থেকেই দু'জন যোগ দিল তৃণমূলে। ওই পঞ্চায়েতের বিজেপির প্রধান তন্দ্রা বিশ্বাস এবং বিজেপির আরও এক পঞ্চায়েত সদস্য শ্যাম সর্দার তৃণমূলে যোগ দেয়। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু, সহ সভাধিপতি দীপক বসু, জেলা পরিষদের কর্মধ্যক্ষ তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুমান রায় প্রমুখ।