
Taherpur : মোদীকে দেখতে পেলেন না, তবে পরিবর্তন নিশ্চিত! হতাশ, কিন্তু ভেঙে পড়েননি
Taherpur : সকাল থেকে অপেক্ষার পর মেলেনি দেখা! কুয়াশার কারণে মাঝপথেই ফিরল প্রধানমন্ত্রীর কপ্টার। তাহেরপুরের হতাশ জনতাকে অডিও বার্তায় কী প্রতিশ্রুতি দিলেন মোদী? কেন চাইলেন বিজেপির সরকার? দেখে নিন।
Taherpur : নদীয়ার তাহেরপুরে নামতেই পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। ঘন কুয়াশার কারণে কপ্টার ফিরে গেল কলকাতায়। মোদীর সভায় উপচে পড়ল ভিড়। প্রধানমন্ত্রীকে দেখতে না পেয়ে হতাশ সকলে। সকাল থেকে মোদীর সভায় হাজির ছিলেন আট থেকে আশি। অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীদের মৃত্যুতেও শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। মোদীর আবেদন, একবার বিজেপির সরকার করুন।