প্রেমিক পাঠাতে চেয়েছিলেন শুধু গোলাপ! অনলাইন ডেলিভারি সংস্থা প্রেমিকাকে পাঠাল ধনেপাতা

Published : Jan 25, 2025, 03:09 PM ISTUpdated : Jan 25, 2025, 03:13 PM IST
Tips to make roses bloom more

সংক্ষিপ্ত

ভালোবেসে প্রেমিক গোলাপ পাঠিয়েছিলেন প্রেমিকাকে। 

অনলাইন ডেলিভারি সংস্থার মাধ্যমে প্রেমিকাকে হঠাৎ উপহার পাঠিয়ে চমকে দিতে চেয়েছিলেন সেই তরুণ। আর তাই প্রেমিকার বাড়ির ঠিকানাতে গোলাপের তোড়া পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেই বাক্স খুলতে সত্যি সত্যিই যেন চমকে ওঠেন তাঁর প্রেমিকা। তবে গোলাপের তোড়া দেখে নয়। বরং, তিনি অবাক হয়ে যান বাক্সে রাখা ধনেপাতা দেখে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি রীতিমতো ছড়িয়ে পড়েছে। তবে সেই ছবির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

‘সুশি’নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলের পাতায় দুটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে যে, গোলাপি রঙের গোলাপের তোড়ার পাশে রাখা রয়েছে একটি সতেজ ধনেপাতা। অন্য ছবিটি অনলাইন ডেলিভারি সংস্থায় অর্ডার করা জিনিসের স্ক্রিনশট। আর সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, ৩৫০ টাকা মূল্যের একটি ফুলের তোড়া কেনা হয়েছে। তবে সেখানে আটটি গোলাপ রয়েছে।

আদতে সেই গোলাপের তোড়াই প্রেমিকাকে উপহার পাঠাতে চেয়েছিলেন সেই তরুণ। কিন্তু তরুণী বাক্স খুলে দেখতেই পেলেন, সেই তোড়ার পাশে রয়েছে ধনেপাতা। উক্ত স্ক্রিনশটে দেখা যাচ্ছে, গোলাপের তোড়া কেনার সময় অনলাইন ডেলিভারি সংস্থার তরফ থেকে এক গোছা ধনেপাতা বিনামূল্যে দেওয়া হয়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে প্রেমিকা লিখেছেন, “ও আমায় ফুলের তোড়া পাঠিয়েছিল। কিন্তু সংস্থার তরফে ফুলের সঙ্গে আবার ধনেপাতা ফ্রি দিয়েছে। আমি ধনেপাতা নিয়ে কী করব?”

পোস্টটি দেখার পর নেট নাগরিকদের একাংশ বেশ মজার ছলেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “আমার বয়স হয়েছে। কেউ যদি ফুলের বদলে আমায় ধনেপাতা উপহার দেন, তাহলে বেশি খুশি হব।”

আবার একজন লিখেছেন, “সংস্থার কর্মীরা হয়ত চাইছেন, আপনি আপনার প্রেমিকের জন্য কিছু রান্না করুন।”

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিয়ের শেরওয়ানি পরেই ফের মালাবদল বরের! প্রথম বউয়ের ধামাকা এন্ট্রিতে ভেস্তে গেল 'স্বপ্ন'
সাফারিতে সেলফি তোলার সামান্য ভুলে কী পরিণতি! ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়