ভারত আর মোদীর প্রশাংসা করায় দুই ইউটিউবারকে ফাঁসি পাকিস্তানে! জল্পনা চলছে

Published : Jan 21, 2025, 05:35 PM IST
Modi

সংক্ষিপ্ত

পাকিস্তানের দুই জনপ্রিয় ইউটিউবার সানা আমজাদ ও শোয়েব চৌধুরী। দুজনেই ভারতের ঢালাও প্রশংসা করত তাদের ভিডিওগুলিতে। 

ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাংসা করে ভিডিও আপলোড করেছিলেন ইউটিউবে। দুজনেই পাকিস্তানের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় দুই ব্যক্তি। কিন্তু গত কয়েক দিন ধরেই দুই ইউটিউবার নিখোঁজ। আর সেই কারণে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন দুই ইউটিউবারকে মোদী আর ভারতের প্রশংসা করায় ফাঁসিতে ঝুলিয়েছে পাক সরকার। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। তবে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

পাকিস্তানের দুই জনপ্রিয় ইউটিউবার সানা আমজাদ ও শোয়েব চৌধুরী। দুজনেই ভারতের ঢালাও প্রশংসা করত তাদের ভিডিওগুলিতে। তাই তাদের ফাঁসি দিওয়া হয়েছে বলে জল্পনা তুঙ্গে। তবে পাকিস্তানে জল্পনা আরও অনেক, শুধুমাত্র সানা বা শোয়েব নয়, ভারতের প্রশংসা করার জন্য কমপক্ষে ১২ জন ইউটিউবারকে ফাঁসি দিয়েছে পাকিস্তানের সেনা বাহিনী। হঠাৎ করেই ভারতের প্রশাংসাকারী দুই ইউটিউবারদের চ্যানেলগুলি নিস্ক্রিয় হয়ে গেছে। আর সেই কারণেই দুই ইউটিউবারদের নিয়ে জোর জল্পনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। রাস্তায় দাঁডিয়ে জনগণের সাক্ষাৎকার ও প্রতিক্রিয়া নেওয়া ও পরে তা ইউটিউবে আপলোড করাত। সেখানেই ভারতে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য ছিল। দুজনের ভিডিও পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পেত। শোয়েবের শোয়ের নাম রিয়্যাল এন্টারটেনমেন্ট । সানার চ্যানেলের নাম ছিল নিজের নামে। পাকিস্তানে বর্তমান পরিস্থিতি ও জনমত নিয়ে ভিডিও বানাতেন দুজনে। তাদের সেই ভিডিওতে উঠে আসত ভারতের প্রসঙ্গ। সানা একটি ভিডিওর নামই দিয়েছেন 'মোদী সাড্ডা শের হয়' বা মোদী একজন সিংহ। সেই ভিডিওতে কাশ্মীরে ৩৭০ ধার বাতিল নিয়ে ভারতের প্রশংসা করা হয়েছে। তবে দুজনের ভিডিও পাকিস্তানের রাজনীতি, দুর্নীতি, আর্থিক অবস্থার কথা উঠে আসত। কিন্তু দুজনের চ্যানেলই বর্তমানে নিস্ক্রিয়।

পাকিস্তানের নেট নাগরিকদের একাংশের দাবি, দুই ইউটিউবার ইচ্ছে করেই পাকিস্তানকে সোশ্যাল মিডিয়ায় ছোট করেছে। বেশি বেশি লাইক পাওয়ার জন্যই এই কাজ করতে। কিন্তু গত ১৯ দিন ধরে দুই ইউটিউবার কোনও নতুন ভিডিও আপলোড করেনি। তাই তাদের অনুগামীদের অনুমান দুজনেই নিখোঁজ বা দুজনেই খুন করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বিয়ের শেরওয়ানি পরেই ফের মালাবদল বরের! প্রথম বউয়ের ধামাকা এন্ট্রিতে ভেস্তে গেল 'স্বপ্ন'
সাফারিতে সেলফি তোলার সামান্য ভুলে কী পরিণতি! ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়