হুড়মুড়িয়ে নদীর জেলে ভেঙে পড়ল ব্রিজ, সোশ্যাল মিডিয়ায় কি সত্যি ভিডিও ছড়াল

Published : Aug 03, 2025, 07:44 PM ISTUpdated : Aug 03, 2025, 07:45 PM IST
Fake video of Minakha Bridge collapse goes viral

সংক্ষিপ্ত

বাসের পর এবার ব্রিজ, হুড় মুড়িয়ে ভেঙে পড়ল মিনাখার বিদ্যাধরী নদীর উপর মালঞ্চ ব্রিজ,৮ সেকেন্ডের এই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়, যা দেখে মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকার মানুষ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে একটি ব্রিজ। দেখছে কিছু মানুষ। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও প্রায়ই দেখা যায়। যা দেখে অনেকেই চমকে ওঠে। অনেকে হেসে উড়িয়ে দেয়। কিন্তু অনেক মানুষ রয়েছে তারা বিভ্রান্ত হয়। তেমনই একটি ঘটনার সাক্ষী এই রাজ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে একটি ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নদীর জলে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে ব্রিজটি উত্তর ২৪ পরগনার মিনাখাঁর।

স্থানীয়দের দাবি এমন কোনও ঘটনা ঘটেছে। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো। AI তে বানানো ৮ সেকেন্ডের ভিডিও ছবি । যাতে দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার মিনাখা থানার মালঞ্চ ব্রিজ  বিদ্যাধরী নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে । যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ।

আর এই ছবি একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে । যা দেখে রীতিমতো আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ ।এলাকার মানুষের অভিযোগ-এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে , শুধু তাই না ভিডিওর উপরে লেখা এই মুহূর্তে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ , আর এই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেই দূর দুরান্ত থেকে মানুষ ফোন করে খবর নিচ্ছে , প্রচুর মানুষ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে চলে এসেছে দেখার জন্য ।

এলাকার মানুষের দাবি-এইরকম ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে অহেতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না । যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া উচিত ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিয়ের শেরওয়ানি পরেই ফের মালাবদল বরের! প্রথম বউয়ের ধামাকা এন্ট্রিতে ভেস্তে গেল 'স্বপ্ন'
সাফারিতে সেলফি তোলার সামান্য ভুলে কী পরিণতি! ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়