Viral Post: বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের 'পার্টি'! আমন্ত্রণপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Published : Dec 31, 2024, 04:33 PM IST
new year party

সংক্ষিপ্ত

কলকাতা পুলিশের ফেসবুক পোস্টে একটি আমন্ত্রণপত্র শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কলকাতার রাস্তায় রাস্তায় টহল দেবে ট্রাফিক পুলিশ। 

কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পোস্টে সর্বদাই রয়েছে নতুনত্বের ছোঁয়া। প্রচার থেকে সচেতনতা- এজাতীয় প্রচারে সদাসর্বদা এগিয়ে রয়েছে কলকাতা পুলিশ। তা সে পথে নেমে হোক বা সোশ্যাল মিডিয়ায় হোক। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতা পুলিশের ২০২৪ সালের শেষ দিনে পথ সুরক্ষার প্রচার। বর্ষবরণ মানেই নানা ধরনের পার্টি। এইক্ষেত্রেও কলকাতা পুলিশ পথনিরাপত্তার প্রচারকে 'পার্টির আমন্ত্রণ!' হিসেবেই ব্যবহার করেছে। এই পোস্টের মাধ্যমে তারা বর্ষ বরণের রাতে জনতাকে সতর্ক করেছে। বলেছে বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের নিয়ম বিধি মেনেই পার্টি করতে হবে। না হলেই কলকাতা পুলিশের 'অতিথি ' হতে হবে।

কলকাতা পুলিশের ফেসবুক পোস্টে একটি আমন্ত্রণপত্র শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কলকাতার রাস্তায় রাস্তায় টহল দেবে ট্রাফিক পুলিশ। বেপরোয়া গতিতে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল ভেঙে চলে যাওয়া, হেলমেট ছাড়া বাইক চালালে তাদের পার্টিতে নিয়ে আসা হবে। কলকাতা পুলিশ চায় না এজাতীয় পার্টিতে নাগরিকরা আসুক। কলকাতা পুলিশ আরও জানিয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বার গোটা রাত ধরেই সতর্ক থাকবে কলকাতা পুলিশ। তাই যারা বর্ষবরণের রাতে বাইরে বেরোবে তারা যেন এই বিষয়ে সাবধানে থাকে।

প্রতি বছরই বছর শেষ ও বর্ষ শুরুর রাতে সতর্ক থাকে কলকাতা পুলিশ। এবারও তার ব্যতিক্রম হবে না। রাতের শহরে বাড়তি বাহিনী থাকবে। পুলিশ জানিয়েছে, মা ফ্লাইওভারে রাত দুটো নাগাদ টুই হুইলার চালান যাবে। তবে স্পিড মেনে চলাতে হবে। বর্ষবরণের দিনের ভিড়ের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, বড়দিনে কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষের কাছে কোনও অভিযোগ আসেনি। তাই বর্ষবরণের রাতেও নিরাপদে যাতে কাটতে পারে তারই ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও বলেছেন, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। পানশালাগুলিতে কড়া নজরদারি থাকবে। মার্কুইজ স্ট্রিটেও নজরদারি চালান হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বিয়ের শেরওয়ানি পরেই ফের মালাবদল বরের! প্রথম বউয়ের ধামাকা এন্ট্রিতে ভেস্তে গেল 'স্বপ্ন'
সাফারিতে সেলফি তোলার সামান্য ভুলে কী পরিণতি! ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়