
এই ঘটনা দেখে কেউ কেউ চোখ বন্ধ করে ফেলেন । কেউ কেউ মুখ লোকালেন। ওই বিমানে এক মহিলার কাণ্ড ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়। তাতে বিবস্ত্র অবস্থায় চিৎকার করতে করতে ওই মহিলাকে এপ্রান্ত থেকে ওপ্রান্তে দৌড়তে দেখা যাচ্ছে। প্রায় ২৫ মিনিট ধরে বিমানের মধ্যে চলে তার এই কীর্তি। সামনে বসে থাকা নানা বয়সী যাত্রী, কোন কিছুরই তোয়াক্কা না করে যা ইচ্ছে করলেন ওই মহিলা।
ফিনিক্সগামী সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে এমন ঘটনা ঘটেছে বলেই জানা যায়। সূত্রের খবর, বিমানটি যখন টেক্সাসের হিউস্টনের উইলিয়াম পি. হবি বিমানবন্দর থেকে অ্যারিজোনার ফিনিক্সের দিকে যাচ্ছিল, তখন এক যুবতী বিমানের মধ্যে দাপাদাপি শুরু করেন আচমকা নগ্ন হয়ে । তার চিৎকার ও উন্মাদের আচরণে ভীত হয়ে পড়েন অন্যান্য সহযাত্রীরা। এই ঘটনার ভিডিয়ো (যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা) ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে। বিমানের যাত্রীরা জানিয়েছেন, আচমকা ওই মহিলা লাফিয়ে সকলের সামনে চলে আসেন এবং নিজের জামাকাপড় খুলতে শুরু করেন। তিনি বিকট চিৎকার করতে করতে বিমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে থাকেন। যাত্রীদের অভিযোগ, তিনি ককপিটের দরজায় ধাক্কা মারেন এবং বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।বিমানকর্মীরা তাকে পোশাক দিয়ে ঢাকার চেষ্টা করলেও, তিনি তা খুলে ফেলেন।
বিমানে থাকা যাত্রীরা এই ঘটনায় হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েন। তারা জানিয়েছেন, ওই মহিলার আচরণ দেখে তারা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। অনেকে বলেছেন, মহিলাটি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। অনেকেই এই ঘটনার ভিডিও করেছেন যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। যাত্রীরা জানান ওই মহিলাটি প্রায় ২৫ মিনিট ধরে বিমানের মধ্যে নগ্ন অবস্থায় দৌড়াদৌড়ি করেন।
পরবর্তীতে বিমান কর্তৃপক্ষ ওই মহিলাকে চিকিৎসকদের কাছে নিয়ে যায়। এই ঘটনার বিষয়ে সাউথওয়েস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই ঘটনার পরে বিমানটিকে পুনরায় গেটে ফিরিয়ে আনা হয়। এই ঘটনাটি বিমানের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলেছে।
.আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।