
ট্রেন থেকে ঝুলে ঝুলে রিল বানানোর নেশায় মত্ত মেয়ে। মায়ের নজরে পড়তেই হিড়হিড় করে টেনে এনে পেটালেন মা। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চর্চা শুরু নেটিজেনদের মধ্যে। এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একই সঙ্গে উদ্বেগজনক বলে মনে করছেন বহু মানুষ। তাদের বক্তব্য, রিল বানানোর প্রবণতা এখন এতটাই বেড়েছে যে অনেক ক্ষেত্রেই মানুষ তার বিপদ সম্পর্কে সচেতন নয়।
একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। ভিডিওটিতে যা দেখা যাচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক বলেই মনে করেছেন অনেকেই। ভিডিওতে দেখা গেল, একজন তরুণী নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের বাইরে ঝুলে রিল বানাচ্ছেন, শুধুমাত্র কয়েক সেকেন্ডের মনোযোগ আকর্ষণের জন্য। মায়ের প্রতিক্রিয়াও স্বাভাবিক ছিল। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জিন্স এবং টপ পরা অবস্থায় এক তরুণী রিল বানাচ্ছেন ট্রেনের মধ্যে । রিল বানানোর নেশায় এতটাই বুদ হয়ে পড়েন যে, তিনি ট্রেন থেকে ঝুলে পড়েন ক্যামেরাম্যানের হাত ধরে। বিষয়টি এবার মেয়েটির মায়ের নজর পড়ে। দেরী না করে হিড়হিড় করে ট্রেনের ভিতর টেনে এনে সবার সামনে মেয়ের চুলের মুঠি ধরে দিলেন পিটুনি। পরে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিস্তার মেলে তরুণীর। সেই ভিডিয়োও অবার প্রকাশ্যে আসতেই হইচই।
‘মমতা রাজগড়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে গত ২২ ফেব্রুয়ারি ভি়ডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন সেই দৃশ্য। নেটিজেনদের মধ্যে অনেকেই বললেন, এই ঘটনার পেছনের কারণগুলোও খতিয়ে দেখা দরকার। কেন একজন তরুণী এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলেন? কেউ বললেন, হয়তো তিনি সামাজিক মাধ্যমে জনপ্রিয় হতে চেয়েছিলেন, অথবা তিনি হয়তো রিল বানানোর এই প্রবণতাকে খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন।
মনোবিদদের একাংশের মত, আমাদের সমাজে এখন রিল বানানোর একটা ট্রেন্ড চলছে। অনেকেই মনে করেন যে রিল বানিয়ে তারা খুব সহজেই জনপ্রিয় হতে পারবেন। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। রিল বানানোর ক্ষেত্রে যেমন কিছু সুবিধা আছে, তেমনই এর কিছু বিপদও আছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।