তৃণমূলে যোগ দেওয়ার পরই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার মুকুলের, পেলেন রাজ্যের নিরাপত্তা

  • শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়
  • কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেন তিনি
  • সিআইএসএফের হেড কোয়ার্টারে চিঠি লিখে নিরাপত্তা সরিয়ে নিতে বলেন 
  • রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে

শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। আর তারপরই কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পরই একদা তৃণমূলের সেকেন্ডে ইন কম্যান্ড মুকুলকে নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর সিআইএসএফের হেড কোয়ার্টারে চিঠি লিখে নিরাপত্তা সরিয়ে নিতে বলেন মুকুল। তবে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের পরই রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে। 

আরও পড়ুন- "ক্ষতি হয়নি", মুকুলের ঘর ওয়াপসিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব

Latest Videos

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছিলেন মুকুল। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে সেটা বাড়িয়ে জেড ক্যাটাগরি করা হয়েছিল। সেই নিরাপত্তায় উপস্থিত থাকতেন ২৪ জন সিআইএসএফ জওয়ান। আর গতকালই তৃণমূল ভবনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য নেতার সামনেই ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন হয় মুকুলের। বাবার সঙ্গে গতকাল পুরোনো দলে ফিরেছেন শুভ্রাংশু রায়ও।  

তৃণমূলে যোগ দেওয়ার পরই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়েন মুকুল ও শুভ্রাংশু। কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের জন্য ডিজি সিআইএসএফকে চিঠি লেখেন তাঁরা। তবে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার পরই রাজ্যের তরফে নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁদের। এখন থেকে তাঁদের পাহারা দেবে রাজ্য পুলিশ। 

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পদে থাকার জন্য অনেক বেশি নিরাপত্তা পেতেন মুকুল রায়। একুশের নির্বাচনের আগে সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়। এই মুহূর্তে তাঁর সল্টলেকের বিডি ৫১ বাড়িতে পুলিশের ভ্যান রয়েছে নিরাপত্তার জন্য। তারই সঙ্গে কাঁচরাপাড়ার বাড়িতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিরাপত্তাকর্মীরা দায়িত্ব নিয়ে নিয়েছেন। 

আরও পড়ুন- দল বদলাতেই বদলে গেল মুকুলের টুইটার, গেরুয়া থেকে হল নীল সাদা

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। তবে এখন আর শুধুমাত্র বাংলার মধ্যেই নয়। অন্য রাজ্য জয়ের দিকেও ঝাঁপাতে চলেছে তারা। আর সেই লক্ষ্যে মুকুল রায়কে কাজে লাগানো হবে। এমনকী, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের তুরুপের তাস মুকুল রায় হবেন বলে সূত্রের খবর। আর সেই কারণেই তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। 

এদিকে মুকুলের তৃণমূলে যোগদান নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "তিনি থাকায় লাভ তো বিশেষ কিছু হয়নি। ক্ষতি আর কী হবে?" অন্যদিকে, তৃণমূলে যোগদানের জন্য মুকুলকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, "পুরনো দলে নতুন ইনিংসের শুরুতে আমরা মুকুলবাবুকে শুভেচ্ছা জান‌াচ্ছি। রাজনৈতিক পটভূমিকায় তাঁর এই পদক্ষেপের বিচার ভবিষ্যতে হবে। তবে তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং বিধায়ক পদ ছেড়েছেন বা ছেড়ে দেবেন বলে আমাদের আশা।"
 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন