রাজ্যপাল-সৌরভ সাক্ষাৎ, 'নানা বিষয়ে আলোচনা', জানালেন জগদীপ ধনখড়

Published : Dec 27, 2020, 08:00 PM ISTUpdated : Dec 27, 2020, 08:02 PM IST
রাজ্যপাল-সৌরভ সাক্ষাৎ, 'নানা বিষয়ে আলোচনা', জানালেন জগদীপ ধনখড়

সংক্ষিপ্ত

ভোটের আগে নয়া জল্পনা রাজ্যে রাজ্যপাল-সৌরভ সাক্ষাৎ ঘিরে জল্পনা সাক্ষাতের পর প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সৌরভকে নিয়ে কী বললেন রাজ্যপাল?

একুশের নির্বাচনের আগে রাজ্যপালের সঙ্গে দুঘণ্টা বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ রাজভবনে যান সৌরভ। সেখানে গিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। পরে নিজেই ট্যুইট করে আলোচনার বিষয় বস্তু নিজেই খোলসা করেন রাজ্যপাল।

আরও পড়ুন-'যমের দুয়ারে সরকার', কটাক্ষ অশোকের, জবাব দিতে 'দুয়ারে' গেল তৃণমূল

ট্যুইটারে সৌরভের সঙ্গে সাক্ষাতের ভিডিও পোস্ট করেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, ''বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে নানান বিষয়ে আলোচনা হয়েছে। ইজেন গার্ডেন ঘুরে দেখার জন্য তাঁর আবেদন গ্রহণ করেছি''। ট্যুইট করে জানালেন রাজ্যপাল।

 

 

অন্যদিকে, রাজভবন থেকে বেরিয়ে আলোচনার বিষয় বস্তু সম্পর্কে সেভাবে কিছুই বলেননি সৌরভ। তিনি শুধু বলেন, ''রাজ্যপালের সঙ্গে বৈঠকে কোনও জল্পনা নেই। নেহাতই সৌজন্য সাক্ষাৎকার ছিল''।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: SIR-এর ফর্ম জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কী প্রতিক্রিয়া শমীকের?
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে