মেদিনীপুরে অমিত শাহের সভায় দল বদলের পর আজ প্রথমবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে জবাব দিতে ৭ জানুয়ারি সভা করার কথা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। যদিও, তার আগেই বছর শেষে মমতার সভা আপাতত স্থগিত রেখেছে তৃণমূল। যদিও, ৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালি মাঠে শুভেন্দু সভা করবেন বলে আগেই জানিয়েছেন শুভেন্দু। তার আগে নন্দীগ্রামেই অরাজনৈতিক পদযাত্রা করলেন শুভেন্দু।
আরও পড়ুন-মাটিতে গড়াগড়ি খেল তোরন, প্রবল বিক্ষোভের মুখে শ্রমমন্ত্রী, নেতাজী ইন্ডোরে ধুন্ধুমার কাণ্ড
আজ টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত অরাজনৈতিক পদযাত্রা করলেন শুভেন্দু। সেখানে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা করার পর পুজো দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রা চলাকলীন শুভেন্দু বলেন, আজ রাজনৈতিক নয়, অরাজনৈতিক পদযাত্রা করতে এসেছি। ৮ জানুয়ারি রাজনৈতিক অনুষ্ঠানে আসব। সেদি শুধু নন্দীগ্রাম থেকেই ১ লক্ষ মানুষ আসবেন বলে জানালেন শুভেন্দু।
আরও পড়ুন-দলবদলের পর প্রথমবার, ঝাড়গ্রামে শুভেন্দুকে গো-ব্য়াক স্লোগান, কালো পতাকা দেখাল তৃণমূল
অন্যদিকে, শুভেন্দুর পদযাত্রায় যোগ দিতে আসার সময় বিজেপিকর্মীদের উপর হামলার অভিযোগ উছল তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামের ভূতের মোড় এলাকায় বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে গাড়ি ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন বিজেপি কর্মী নিখোঁজ বলে দাবি করেছে বিজেপি। ঘটনার তীব্র সমালোচনা করেন শুভেন্দু। তৃণমূলকে জেহাদি বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।