শনিবার চতুর্থ দফা ভোটের সকালেই অশান্তি। একদিকে ভোট শুরুর আগের মুহূর্তে পাটুলিতে সিপিএমের এজেন্টকে বেধড়ক মারধোর করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। পাশাপাশি যাদবপুরের শহিদ স্মৃতি কলোনিতে বিজেপি এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
আরও পড়ুন, আজ ভোটের দিনেই রাজ্য সফরে মোদী, শিলিগুড়ি-কৃষ্ণনগরে প্রচারের ঝড় তুলবেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, চতুর্থ দফার শুরুর আগেই যদিও গতকালই ভবিষ্যত বাণী করেছেন শহরে এসে অমিত শাহ। শুক্রবার চতুর্থ দফার শুরুর আগে রুদ্রনীলের হয়ে প্রচার সারেন শাহ। এদিকে এই কেন্দ্র খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের ঘাঁটি হিসেবেই পরিচিত। কিন্তু এবার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের প্রার্থী। সেই জায়গায় তৃণমূলের হয়ে লড়াই করছেন শোভনদেব চট্টোপাধ্য়ায়। যদিও রুদ্রনীল একাধিকবার জোরের সঙ্গেই দাবি করেছেন, এই কেন্দ্র থেকে তিনিই জিতবেন। আর সেই কথাতেই সমর্থন জানিয়ে দাবি অমিত শাহ-রও। এদিকে চতুর্থ দফা ভোটের দিনে যাদবপুরে একাধিক মারধোরের ঘটনায় তৃণমূলের নাম উঠে এসেছে। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার অধিক রাতে, বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে চেতলা এলাকা। তৃণমূলের হামলায় আক্রান্ত হন রুদ্রনীল বলে অভিযোগ ওঠে।এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ভবানীপুরের প্রার্থী রুদ্রনীল ঘোষ। অভিযোগ জানিয়ে বলেছেন, 'হার নিশ্চিত জেনেই ফিরহাদ হাকিমের নির্দেশে এই হামলা চালিয়েছে তৃণমূল। প্রায় ২৫০ জন ছেলে মিলে হামলা চালিয়েছে। মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। মহিলারা রুখে না দাঁড়ালে ভয়ঙ্কর হতে পারত।' তবে কি শাহ-র ভবিষ্যতবাণীই সত্যি হতে চলেছে, চাপানউতোর রাজনৈতিক মহলে।
আরও পড়ুন, Election Live Update-শুরু হল রাজ্যের ৫ জেলায় ৪৪ আসনে চতুর্থ দফার ভোট
তবে শুধু যাদবপুরই নয়, আরও একাধিক জায়গায় অশান্তির ঘটনায় শিরোণামে তৃণমূল। বালির লালবাবা কলেজে উত্তেজনা সাতসকালে উত্তেজনা ছড়িয়েছে। সেখানেও অভিযোগের তীর সেই তৃণমূলের দিকেই। পাশপাশি বিজেপি প্রার্থী রিঙ্কু নস্করকে ধাক্কাধাক্কির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।