'দিশাহীন, বিভ্রান্তিকর বাজেট', কী ব্যাখ্যা দিলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র

  • কেন্দ্রের সমালোচনায় রাজ্যের অর্থমন্ত্রী
  • এবারের বাজটকে দিশাহীন বলে কটাক্ষ করেন
  • ভোটের আগে বাংলায় আর্থিক বরাদ্দ
  • কেন্দ্রকে তোপ অমিত মিত্রের

Asianet News Bangla | Published : Feb 1, 2021 4:59 PM IST / Updated: Feb 01 2021, 10:32 PM IST

কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এবারের বাজেট দেশের নাগরিকদের জন্য সঠিক দিশা দেখাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।  সাধারণ বাজেটকে দিশাহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী। দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেটে সুদে আয়কর থাকলেও ছাড় ৭৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের।

আরও পড়ুন-'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট', কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ মমতার

Latest Videos

কেন্দ্রকে নিশানা করে অমিত মিত্র বলেন, এটাকে পেপারলেস বাজেট বলা হয়েছে। কিন্তু এটা পেপারলেস বাজেট নয়। এটা দিশাহীন এবং বিভ্রান্তকর বাজেট। এই বাজেটে সবচেয়ে উপেক্ষিত মধ্যবিত্তরাই বলে কেন্দ্রীয় বাজেটকে আক্রমণ কেন রাজ্যের অর্থমন্ত্রী। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে বাংলায় জন্য রেল সহ অন্যান্য খাতে উন্নয়নে আর্থিক বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে রয়েছে ৬২৫ কিলোমিটার রাস্তা নির্মাণ, চা শিল্প, রেল, ইত্যাদি ক্ষেত্রে আরও অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র।

আরও পড়ুন-কৃষক আন্দোলন সমর্থনকারী ২৫০ টি অ্যাকাউন্ট বন্ধ করল ট্যুইটার, ২৬ জানুয়ারির ঘটনার পর পদক্ষেপ কেন্দ্রের

রাজ্যের অর্থমন্ত্রীর পাশাপাশি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও এর সমালোচনা করেন। শিলিগুড়ির সভা থেকে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, এরপরই ভেকধারী সরকারের ফেকধারী বাজেট বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। ''গরিবের টাকা মজুব নয়, কিন্তু পুঁজিবাদীদের টাকা মুকুব করা হচ্ছে। দেশেক একজন বা দুজন লোক পুঁজিবাদীর অর্থভান্ডার। চা শ্রমিকদেরও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কেন্দ্র। হয়তো নোটবন্দির মতো, ব্য়াঙ্কবন্দি করে দেবে''। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ট্রেনের ভাড়ার এক  টাকাও কেন্দ্র দেয়নি বলে অভিযোগ করেন।  
 

Share this article
click me!

Latest Videos

হাতে মশাল, গলায় তীব্র বিচারের হুঙ্কার! আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথে মশাল মিছিল | RG Kar
পরনে উর্দি, অথচ পা টলোমলো! রায়গঞ্জের রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর উৎপাত | Raiganj News Today
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল