রাত পেরোলেই রাজ্য়ে শাহ, রবিবার সেলেব প্রার্থী হিরণের হয়ে প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী

Published : Mar 13, 2021, 02:39 PM ISTUpdated : Mar 13, 2021, 02:40 PM IST
রাত পেরোলেই রাজ্য়ে শাহ, রবিবার সেলেব প্রার্থী হিরণের হয়ে প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত

ভোট ঘোষণার পর প্রথম রাজ্য সফরে অমিত শাহ   রবিবার বিকেলে খড়গপুরে রোড শো করবেন  শাহ    হিরণ চট্টোপাধ্য়ায়ের সমর্থনে প্রচারসূচি রয়েছে তাঁর  ১৫ মার্চ সোমবার একাধিক কর্মসূচি রয়েছে শাহের 

ভোট ঘোষণার পর প্রথম রাজ্য সফরে অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে খবর, রবিবার বিকেলে খড়গপুরে রোড শো করবেন অমিত শাহ।  খড়গপুর সদরের সেলেব প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের সমর্থনে প্রচারসূচি রয়েছে তাঁর। 

আরও পড়ুন, আজই চূড়ান্ত হবে BJP-র বাকি আসনের প্রার্থী, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক 

 

রাজ্য়ে ভোট ঘোষণার পর চলতি সপ্তাহ থেকেই প্রচারে নামছে বিজেপি কেন্দ্রীয় নের্তৃত্ব। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মতো বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে এবার পাশপাশি দফায় দফায় জনসভা করবেন একাধিক তারকা প্রচারক। এরই মধ্য়ে সূচি বদল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ১৫ তারিখ শাহের রাজ্য সফরের কথা থাকলেও পরে তা পরিবর্তিত হয়ে ১৪ মার্চ রবিবার করা হয়। রবিবার ছুটির দিনেই মূলত রোড শো করার পরিকল্পনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। যদিও প্রার্থী হিরণ নিজে প্রচার শুরু করেছেন পুরোদমে। শনিবার সকালে হিরণের প্রচারে দেখা গেল মহিলাদের উচ্ছ্বাস। খড়গপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর এলাকায় এদিন জনসংযোগ করেন বিজেপির সেলেব প্রার্থী।

 

আরও পড়ুন, কয়লাকাণ্ডে প্রথম গোয়েন্দার জালে অভিযুক্ত, লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে অন্ডাল থেকে গ্রেফতার করল CID  

 

১৪  মার্চ রাজ্য়ে এসে খড়গপুর সদরে রোড শো করে এরপরের দিন ১৫ মার্চ একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। ওই দিন পুরুলিয়া এবং বাঁকুড়া রাণিবাঁধে দুটি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

PREV
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য