নজরবন্দিকে গুরুত্ব দিতে চান না অনুব্রত মণ্ডল, চান ভোটে দলের হয়ে কাজ করতে

  • নজরবন্দিকে গুরুত্ব দিতে চান না
  • দলের হয়ে কাজ করতে চান অনুব্রত 
  • জানিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা 
  • আজ থেকে নজরবন্দি অনুব্রত মণ্ডল

 নজরবন্দিকে গুরুত্ব না দিয়েই নির্বাচনে দলের হয়ে কাজ করে যেতে চান অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বোলপুরে সাংবাদিকদের এমনটাই জানালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তবে কীভাবে তিনি দলের হয়ে নির্বাচনে কাজ করে যাবেন তা খলসা করেননি।

আগের দুটি নির্বাচনের মতো চলতি বিধানসভা ভোটে অষ্টমদফা নির্বাচনের আগেই বীরভূমে নজরবন্দি করা হল অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে। মঙ্গলবার বিকেলে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশে পরিস্কার বলা হয়েছে মঙ্গলবার বিকেল ৫ টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭ টা পর্যন্ত তিনি নজর বন্দি থাকবেন। এই সময়ের মধ্যে তাঁর সঙ্গে থাকবে একজন মাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী। নজরবন্দির সময়কালীন তার সমস্ত গতিবিধি ক্যামেরাবন্দি করা হবে। যদিও অনুব্রতকে নজরবন্দি এই প্রথম নয়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও নজরবন্দি করা হয়েছিল। নজরবন্দি করেও তার গতিবিধি আটকানো যায়নি।

Latest Videos

অনুব্রত মণ্ডলকে যে নজরবন্দি করা হতে পারে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। চলতি বছরের ২৪ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলীতে বলেছিলেন, কমিশন বার বার অনুব্রতকে নজরবন্দি করছে। কখন আয়কর ডাকছে। এবার ডাকলে অনুব্রত আদালতে যাবে। যদিও সংবাদমাধ্যমের কাছ থেকে নজরবন্দির বিষয় জানতে পেরে অনুব্রত বলেন, “এর আগেও আমাকে নজরবন্দি করেছিল। কমিশনের ভালো লেগেছে করেছে। আমার কাজ আমি করে যাব। খেলা হবে। আদালতে যাওয়া বিষয়ে দলের সঙ্গে আলোচনা করে করব। তবে গৃহবন্দি থাকব না। আমি ভোটের কাজ চালিয়ে যাব। তবে কীভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখব তা সংবাদমাধ্যমকে বলব না”।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata