আজ অভিষেক-পিকের বৈঠকে গুরুং-তামাং, বিমল বিরোধী পোস্টারে ঢাকল কার্শিয়াং

Published : Jan 04, 2021, 12:29 PM ISTUpdated : Jan 04, 2021, 12:33 PM IST
আজ অভিষেক-পিকের বৈঠকে গুরুং-তামাং,  বিমল বিরোধী পোস্টারে ঢাকল কার্শিয়াং

সংক্ষিপ্ত

সোমবার অভিষেক-পিকের বৈঠকে  বৈঠকে যোগ দেবেন বিমল-বিনয়   বিমল বিরোধী পোস্টারে ঢাকল কার্শিয়াং  অভিযোগের তীর বিনয়ের দিকে  

সোমবার অভিষেক-পিকের বৈঠকে থাকবেন বিমল গুরুং। বৈঠকে যোগ দেবেন বিনয় তামাংও। এদিকে বিমল গুরুয়ের  কার্শিয়াং নিয়ে বিতর্কিত মন্তব্য়ের জেরে বিমল বিরোধী পোস্টারে ঢেকেছে পাহাড়। অভিযোগের তীর বিনয়ের দিকে। 

আরও পড়ুন, আজ শোভন-বৈশাখীর মেগামিছিলে এখনও মেলেনি লালবাজারের অনুমতি, কোন পথে BJP

 

 


 সম্প্রতি বিমল গুরু কার্শিয়াং প্রসঙ্গে বলেন, এলাকায় কোনও উন্নয়নই হয়নি। গত সাড়ে তিন বছরে কার্শিয়াং-এ কোনও নতুন পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। শিলিগুড়ি থেকে দার্জিলিং থেকে দার্জিলিং ওঠা নামার পথে কেউই কার্শিয়ং-এর হোটেলে নেমে এক কাপ চাও খান না।  কার্যত শৌচালয়ে পরিণত হয়েছে কার্শিয়াং।' বিমল গুরুয়ের এই মন্তব্য ভাইরাল হতেই বিমল বিরোধী পোস্টারে ঢেকেছে পাহাড়। এদিকে এনিয়ে বিনয় তামাংদের দিকেই অভিযোগ তুলেছেন বিমল। 

 

আরও পড়ুন, 'বাংলায় পদ্ম ফোটাবে দিলীপ-শুভেন্দু', ঝাড়গ্রাম- সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি 'শিশির' পুত্রের
 
সূত্রের খবর, ভোট যুদ্ধে বিজেপির সঙ্গে লড়াই করতে ৪ সোমবার শিলিগুড়িতে অভিষেক বন্দ্য়োপাধ্যায় এবং তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বিমল গুরুং। ওই বৈঠকে বিনয় তামাংরাও যোগ দেবেন। কার্যত পাহাড়ে দুই শিবিরের মতবিরোধ মেটাতেই এই বৈঠক। তবে এ নিয়ে মুখে কলুপ এটেছেন দুই পক্ষই।


 

PREV
click me!

Recommended Stories

SIR শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা, সাম্মানিক দেওয়া হবে হাজার হাজার টাকা
প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করতে পুলিশের ভরসা সাধারণ মানুষ!