'কাটমানির মতই ভাগাভাগি কেন্দ্রের ভ্যাকসিনও', তৃণমূল নেতাদের তোপ দিলীপের

Published : Jan 17, 2021, 11:16 AM ISTUpdated : Jan 17, 2021, 11:41 AM IST
'কাটমানির মতই ভাগাভাগি কেন্দ্রের ভ্যাকসিনও', তৃণমূল নেতাদের তোপ দিলীপের

সংক্ষিপ্ত

কেন্দ্রের টাকার মতোই ভাগাভাগি হল ভ্যাকসিনও কোভিড যোদ্ধাদের জন্য এই ভ্য়াকসিন এসেছে সেই বরাদ্দ টিকাতেই ভাগ বসাল তৃণমূল নেতারাই টিকাকরণ নিয়ে তৃণমূল নেতাদের তোপ দিলীপের  


কেন্দ্রের পাঠানো টাকার মতোই ভাগাভাগি হয়ে গেল ভ্যাকসিনও, বাংলায় টিকাকরণ নিয়ে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং কথা বলেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের বিতর্কিত ফেসবুক লাইভ প্রসঙ্গেও। 

আরও পড়ুন, ভ্যাকসিন নিতেই অসুস্থ কলকাতার এক নার্স, NRS-র ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি চিকিৎসাধীন 

 

 

রাজ্যে কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র, এই প্রসঙ্গে সাতসকালে তৃণমূলের সুপ্রিমোকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ওনার নেতারই যদি সব ভ্যাকসিন নিয়ে নেন, তাহলে তো যারা পাওয়ার , তাঁরা তো পাবে না। কেন্দ্রের টাকা এলে আগে ভাগাভাগি হয়ে যাবে। ভ্যাকসিন এল, সেটাও ভাগাভাগি হয়ে গেল। তাহলে কী করে উন্নয়ন হবে। সাধারণ মানুষের জন্য যে ভ্য়াকসিন এসেছে, তা তো তাহলে কম পড়বেই। সারা দেশে কোভিড যোদ্ধাদের জন্য সাড়ে তিন কোটি করোনার টিকা পাঠানো হয়েছে। এটা রাজনৈতিক নেতার জন্য তো নয়। তৃণমূলের এমএলএ, চেয়ারম্যান এদের প্রাণের ভয়, যে সব গিয়ে টিকা নিয়ে নিচ্ছে সাধারণের বরাদ্দ টিকার মধ্য়ে থেকেই। তাই স্বাভাবিকভাবেই কম পড়বে।' 

 

 

আরও দেখুন, ভ্য়াক্সিনেশন শুরু হতেই ভয়ে পালাচ্ছে ভাইরাস, কলকাতায় আরও কমল দৈনিক সংক্রমণ  

 

রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের ফেসবুক লাইভ প্রসঙ্গে এরপর তিনি বলেন,' ১০ বছর সরকার চলার পরেও নাই-নাই চলছে। বাংলার যারা পরিবর্তন আনবেন ভেবেছিলেন আজ তাঁরা হতাশ। তাদের কিছু করতেই দেওয়া হয়নি। আজ সেই কথাগুলি বলতে তাঁরা বাধ্য হচ্ছেন।'

 

PREV
click me!

Recommended Stories

Humayun Kabir : যেখানে হবে বাবরি মসজিদ, সেখানেই হল প্রথম নমাজ! ফের হুঙ্কার হুমায়ুনের
Saugata Roy Cigarette Incident: সংসদে সিগারেট কাণ্ড, তৃণমূলের সৌগত রায়কে ধুয়ে দিলেন বিজেপি নেতৃত্ব