একুশের নির্বাচনের প্রাক্কালে বাংলায় মোদীর সফর। নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসে কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন একটি সরকারি অনুষ্ঠানে। শনিবার একথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি, জানুয়ারি মাসের শেষে ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন-তৃণমূল না বিজেপি, কোথায় রাজীবের 'কমফোর্ট জোন', ফেসবুকের পর আরও কী বললেন বনমন্ত্রী
দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই প্রধানমন্ত্রীর বাংলা সফরের বিষয়টি স্পষ্ট হয়। আগামী ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনে প্রধানমন্ত্রী আসতে পারেন বলে জানিয়েছেন দিলীপ। সূ্ত্রের খবর, ওই দিন কলকাতায় এসে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কিন্তু, মোদীর আরও কী কী কর্মসূচি রয়েছে? তা কিছুই জানানো হয়নি রাজ্য বিজেপির তরফে। এই মাসেই বাংলায় মোদীর সফর হলেও দলীয় কোনও কর্মসূচি থাকছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-'নাচ মেরে বুলবুল প্যায়সা মিলে গা', বেসুরো-দলত্যাগীদের আক্রমণ কল্য়াণের
অন্যদিকে, এ মাসের শেষে অর্থাৎ জানুয়ারির ৩০-৩১ তারিখ ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের সফরে এসে বনগাঁ মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিশেষ কর্মসূচিতে যোগ দেবেন শাহ। পাশাপাশি, সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই অবস্থায় মতুয়াদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি নবদ্বীপ ধামেও যাবেন অমিত শাহ।